দুষ্কৃতীকারীদের হামলার শিকার পথচলতি এক মহিলা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || গভীর রাতে আবারো দুষ্কৃতী হামলার শিকার পথচলতি এক মহিলা। আক্রান্ত মহিলার নাম গৌরী দেবনাথ। বাড়ি বিশালগড় থানাধীন নেতাজি নগর এলাকায়। ঘটনা আমতলী থানাধীন সূর্যমনি নগর স্কুল সংলগ্ন এলাকায়।
জানা যায়, অন্যান্য দিনের মতো রাজধানী থেকে কাজ সেরে নিজের স্কুটি করে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় আসতেই গৌরী দেবনাথের স্কুটির পিছু ধাওয়া করে দুই দুষ্কৃতিকারী। সূর্যমনি নগর স্কুলের সামনে নির্জন ও অন্ধকার এলাকায় আসতেই হঠাৎ করে দুস্কৃতিকারীরা গৌরী দেবনাথের স্কুটির সামনে গিয়ে বাইক থামিয়ে দেয়। আর এতে তড়িঘড়ি স্কুটি সামলাতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ে গৌরী দেবনাথ। স্থানীয় এলাকাবাসীরা আক্রান্ত মহিলার সাহায্যার্থে এগিয়ে আসলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে বিশালগড় মহকুমা হাসপাতালে এসে চিকিৎসা করায় গৌরী দেবনাথ।
এদিকে স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কে পুলিশের কোন পেট্রোলিং হয় না। তাছাড়া জাতীয় সড়কের নির্জন এলাকা গুলোতে কোন লাইটের ব্যবস্থা নেই। প্রশাসনের এই সমস্ত দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে একাংশ দুষ্কৃতিকারী অহরহ দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে জাতীয় সড়কে। স্থানীয়দের দাবি সন্ধ্যার পর এই সকল এলাকা গুলিতে পুলিশি টহল দাড়ি বাড়ানোর জন্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*