সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর || রাজ্যে পুরো পরিষদ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠছে। নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যে রাজনৈতীক পারদ চাঙ্গা হয়ে উঠছে। তৎসঙ্গে শাসক-বিরোধী উভয় দলের মধ্যেই রাজনৈতিক তরজা থেকে শুরু করে হামলা ভাঙচুর অব্যাহত রয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় পূর্ব ঘোষিত তৃণমূল কংগ্রেসের একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের যুব কনভেনার বাপ্টু চক্রবর্তী। কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান সভা চলাকালীন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুব তৃনমূলের কনভেনারের গাড়িতে অতর্কিতে হামলা চালায় একদল দুস্কৃতিকারী বলে অভিযোগ। বাপ্টু চক্রবতীর সঙ্গে আসা দু’জনের উপরে লাঠি দিয়ে মারধোর করা হয় বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। পাশাপাশি ভাঙচুর করা হয় রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কনভেনার বাপ্টু চক্রবর্তীর গাড়ি। দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতর আহত হয় রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কনভেনার বাপ্টু চক্রবর্তীর গাড়ির চালক সহ আরও একজন। তড়িঘরি করে আহতদের নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।