গোপাল সিং, খোয়াই, ২২ অক্টোবর || খোয়াই মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগে দক্ষিণ রামচন্দ্রঘাট এডিসি এলাকায় এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী চন্দন দাস এবং জয়ন্ত শর্মা। উক্ত আইনি সচেতনতা শিবিরকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। শিবিরে এলাকার নারী-পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।