গোপাল সিং, খোয়াই, ২৬ অক্টোবর ||
”সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে”।।
প্রায় ২০ মাস যাবত চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের এরকম কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও ‘অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড সংগঠন’-এর সদস্যরা মানবিক আবেদনে সাড়া দিতে এককদমও পিছপা হন না। যার জ্বলন্ত দৃষ্টান্ত হিসাবে – ধলাই জেলার কুলাই হাসপাতালে ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের ৪ জন বিশেষ কার্যকর্তা স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ দানের মধ্য দিয়ে বিরল থেকে বিরলতম দৃষ্টান্ত স্থাপন করলেন।
একই দিনে শিশু ও গর্ভবতী মহিলা সহ মোট ৪ জনকে রক্তদান করে তাঁদের মুল্যবান জীবন বাঁচালেন ৪ জন চাকুরীচ্যুত শিক্ষকরা। জানা যায়, ছামনু থেকে ধলাই জেলার কুলাই হাসপাতালে অসুস্থ নিকট আত্মীয়কে দেখতে এসে ১০,৩২৩ এর শিক্ষক পঙ্কজ বরুয়া জানতে পারেন যে, গঙ্গানগরের প্রত্যন্ত এলাকা থেকে আগত বিজয় রাম রিয়াং নামে এক ম্যালেরিয়া আক্রান্ত শিশুর AB + রক্তের প্রয়োজন। তখন পঙ্কজ বরুয়া নামে ঐ চাকুরীচ্যুত শিক্ষক ম্যালেরিয়া আক্রান্ত শিশুটির জন্য রক্ত দান করেন। অপরদিকে, ছামনু থেকে ধলাই জেলার কুলাই হাসপাতালে অসুস্থ নিকট আত্মীয়কে দেখতে এসে ভিক্টিমাইজড সংগঠনের ধলাই জেলার সহ-সভাপতি সুব্রত চাকমা জানতে পারেন যে, লংতরাইয়ের প্রত্যন্ত এলাকার বাসিন্দা মঞ্জিতা রিয়াং নামে এক ম্যালেরিয়া আক্রান্ত শিশুর A+ রক্তের প্রয়োজন। সঙ্গে সঙ্গে সুব্রত চাকমা ঐ শিশুটির জন্য রক্ত দান করেন। পাশাপাশি, ছামনু থেকে কুলাই হাসপাতালে আগত এক গর্ভবতী মহিলা মনিষা চাকমার রক্তের প্রয়োজন দেখা দেয়। আমবাসা কুলাই গন্ডাছড়ার বাসিন্দা তথা ভিক্টিমাইজড সংগঠনের ধলাই জেলা কমিটির সদস্য পঞ্চমজয় হালাম ঐ মহিলার জন্য রক্তদান করে উনার এবং উনার সন্তানের জীবন রক্ষা করেন। একই দিনে চতুর্থবার কুলাই হাসপাতালেই কমলপুর থেকে আগত লিপিকা নমঃদাস নামে এক গর্ভবতী মহিলারও রক্তের প্রয়োজন দেখা দিলে ঐ গর্ভবতী মহিলাকে O+ রক্ত দান করে ২টি জীবন রক্ষা করলেন ভিক্টিমাইজড সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি মিঠুন দাস।
‘রক্তদান, জীবন দান’—এর তাৎপর্য অনুধাবন করেই মানবধর্ম পালনে রাজ্যের চাকুরীচ্যুত ১০,৩২৩ শিক্ষক সমাজ ত্রিপুরা রাজ্যের বুকে এযাবতকালের সর্ববৃহৎ রক্তদান শিবির সংগঠিত করার মধ্য দিয়ে ছাপ রেখেছেন। করোনা অতিমারির মধ্যেও ভিক্টিমাইজড সংগঠনের সদস্য/সদস্যারা তথা চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাগণ রাজ্যবাসীর স্বার্থে টানা ৫ দিন রক্তদান শিবির সংগঠিত করেছেন। এর আগেও জেলা বা মহকুমাস্তরে রক্তদান শিবির সংগঠিত করেছেন। আর এই মানবকল্যানকর কর্মসূচি ‘১০,৩২৩ ভিক্টিমাইজড সংগঠন’ বরাবরই করে আসছে বলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভিক্টিমাইজড সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ বণিক। তিনি চাকুরীচ্যুত ৪ জন শিক্ষকদের উদ্দেশ্যেই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ২৬ অক্টোবর ||