ভয়াবহ যান দুর্ঘটনায় মারাত্মক আহত চালক সহ চারজন যাত্রী

আপডেট প্রতিনিধি, বিশালগড়, ২৮ অক্টোবর || বড় মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটো গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় চার যাত্রী। ঘটনা বুধবার রাত ৯ ঘটিকায় চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন চরিলাম পেট্রলপাম্পের সামনে জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অনেকক্ষণ যাবৎ পেট্রোল পাম্পের প্রবেশদ্বারের মুখে জাতীয় সড়কে NL01AD3770 নম্বরের একটি বড় ট্রাক জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকে। টি আর 07-4045 নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়ি গৌতম কলোনি থেকে চড়িলামে আসার পথে অন্য আর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে পেট্রোল পাম্পের প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকা বড় মালবাহী ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে। অটো গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়। অটো গাড়িতে থাকা সুবল দেবনাথ এবং প্রিয়াঙ্কা দেবনাথ মারাত্মকভাবে আহত হয়। মাথা ফেটে চৌচির হয়ে যায় দুই যাত্রীর। প্রিয়াঙ্কার একটি পায়ের একটি স্থানে বড় আকারের মাংস কেটে মাটিতে পড়ে যায়। বিকট আওয়াজ পেয়ে এক এক করে ছুটে আসে জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকার লোকজন। যাত্রীদের চিৎকারে গোটা এলাকায় জড়ো হয় লোকজন। খবর দেওয়া হয় বিশালগড় এবং বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরে। কিন্তু সময়মতো অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি না আসার ফলে এলাকাবাসী উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে একটি মারুতি গাড়ি থামিয়ে আহত যাত্রীদের বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভয়াবহ অবস্থা দেখে তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। অন্য দুজন আহত অল্পবিস্তর হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানায় বড় মালবাহী ট্রাকটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কারণ ট্রাকটি দীর্ঘক্ষন যাবত জাতীয় সড়কে দাঁড়ানো অবস্থায় ছিল। যার ফলে জাতীয় সড়কে যানবাহন গুলো সাইড নিতে গিয়ে সমস্যায় পড়েছিল। প্রায় নিত্যদিন চরিলাম পেট্রোল পাম্পের সামনে জান দুর্ঘটনা ঘটলেও পুলিশ এবং ট্রাফিক সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে বলে এলাকাবাসীর অভিযোগ। তাদের দাবি অতি দ্রুত এই স্থানে স্থায়ী ট্রাফিক পুলিশ দেওয়া হোক। না হলে প্রতিদিন দুর্ঘটনায় মৃত্যুর মিছিল লম্বা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*