আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০২ নভেম্বর || সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল মিছিল মিয়া (৩৫) নামে এক যুবক। পিতা মিলন মিয়া। আজ সকালে একটি পুকুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনা সোনামুড়া থানা দিন শ্রীমন্তপুর এলাকায়। জানা যায়, পুকুরের জলের উপর দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ পরিবাহিতার তার সংযোগ ছিল। এই সংযোগের কারণে যুবকের মৃত্যু হয় বলে ধারণা করেন অনেকে। এদিকে খবর দেওয়া হয় সোনামুড়া থানায় সোনামুড়া থানার পুলিশ এসে ঘটনা তদন্ত করে। তবে পরিবারের তরফ থেকে দাবি তোলেন পুকুরের মালিক সাদেক মিয়া নিজে ইচ্ছাকৃত ভাবেই মিছিল মিয়াকে বিদ্যুতের শট দিয়ে মেরে ফেলেন। পরিবারের তরফ থেকে আরো দাবি করেন ঘটনার একদিন আগে পুকুরের মালিক সাদেক মিয়া মিছিল মিয়াকে খোজ করে ছিলেন। তার সাথে কি কথা আছে। এদিকে মিছিল মিয়ার এই অকাল মৃত্যুতে গোটা শ্রীমন্তপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে এখন দেখার বিষয় পুলিশ সঠিক তদন্ত করলে মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে।