আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || রাজ্যে যথাযগ্য মর্যাদায় পালন করা হলো বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩তম জন্ম দিবস। শুক্রবার রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস এর যৌথ উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাশাপাশি এদিন শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা উজ্জন্ত প্রাসাদের সামনে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়।