সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ ডিসেম্বর || একেই বলে ক্ষমতার অপব্যবহার। সরকারি উর্দি সরকারি মোটরসাইকেল নিয়ে হ্যালমেট বিহীন এক বনদপ্তরের উচ্চপদস্থ কর্মী। নীরব ভূমিকায় তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগ।
উল্লেখ্য, তেলিয়ামুড়ার বন দপ্তরে কর্মরত দুই স্টার লাগানো এক আধিকারিক রবীন্দ্র দেববর্মাকে ইউনিফর্ম পরিধান করে সরকারি বাইকে বিনা হেলমেটে দিব্যি বাইক নিয়ে যাতায়াত করতে দেখা গেছে তেলিয়ামুড়া শহরে। যখন কোন সাধারণ লোক বিনা হেলমেটে বাইক নিয়ে তেলিয়ামুড়ায় বের হয় তখন সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশ তাদেরকে ফাইন করেন। কিন্তু শুক্রবার দেখা গেল যে তেলিয়ামুড়ার একজন বন দপ্তরের আধিকারীর রবীন্দ্র দেববর্মা ইউনিফর্ম পরিধান করে সরকারি বাইক নিয়ে দিব্যি তেলিয়ামুড়া শহরে ঘোরাফেরা করছে। কিন্তু তখন তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগ নীরব ভূমিকায় বলে অভিযোগ। ক্ষমতার অপব্যবহার করে উনি যা ইচ্ছে তা করবেন বলে কি উনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগ, ঠিক এমনটাই প্রশ্ন উঠছে তেলিয়ামুড়ার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল জুড়ে।