আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর || বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, টি আই ডি সি’র চেয়ারম্যান টিংকু রায় সহ রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা। এই দিন মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্যের শিল্পকে উন্নত করা যায় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন। এদিন তিনি প্রজ্ঞাভবনে আয়োজিত “ডেস্টিনেশন ত্রিপুরা – ইনভেস্টমেন্ট সামিট”-এ আগত শিল্পপতি ও বিনিয়োগকারীদের সঙ্গে মত বিনিময় করেন। জানা যায়, রাজ্যের বর্তমান শিল্প অনুকূল পরিমন্ডল থেকে অনুপ্রাণিত হয়ে তারা রাজ্যে শিল্প স্থাপণের আগ্রহ প্রকাশ করেছেন। বিনিয়োগকারীদের শিল্প বিকাশের অনুকূল পরিবেশ ও বাণিজ্যক নিরাপত্তা সুনিশ্চিতিকরণে আন্তরিক রাজ্য সরকার বলে জানান মুখ্যমন্ত্রী।