আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর || ডুকলি আর ডি ব্লকের অন্তর্গত আনন্দনগর ডঃ বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুলের বয়েজ গার্লস হোস্টেল ও বাংলা মিডিয়াম হোস্টেলে পরিদর্শন আসেন এস সি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস ও ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস। বৃহস্পতিবার হোস্টেল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডঃ বি আর আম্বেদকর মডেল স্কুলে এইচ এম, এস সি ওয়েল ফেয়ার দপ্তরের অন্যান্য আধিকারিকগণ।
