আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || বুধবার সন্ধ্যে ৮টা ১৯ মিনিট থেকে শুরু হয়েছে অম্বুবাচী যাত্র। আর চিরাচরিত ধর্মীয় রীতি মেনে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য সহ বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অম্বুবাচী যাত্র। রবিবার সন্ধ্যা থেকেই আসামের প্রাচীন রাজধানী প্রাগ জ্যোতিষ পুরের শক্তিপীঠ কামাখ্যা দেবীর ফটক বন্ধ হয়ে গেছে। অম্বুবাচী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন মন্দিরে সিঁদুর খেলা লক্ষ্য করা গেছে। আগামী ২৬ জুন রবিবার সকাল ৮টা ৪৩ মিনিট গতে অম্বুবাচী নিবৃত্তি হবে।