আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্যের বিজেপি বিধায়ক, মন্ত্রী, সাংসদ, প্রদেশ নেতৃত্ব ও কোর কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন ভিএল সন্তোষ। এদিন একইসঙ্গে বিভিন্ন মোর্চার প্রদেশ ও জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন তিনি। দলীয় কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন রাজ্য প্রভারী বিনোদ শোনকর, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, সংগঠন মহামন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্ব।
বৈঠকে আসন্ন ২০২৩ সালের বিধানসভা নির্বাচন, হর ঘর তিরঙ্গা, বুথ থেকে শুরু করে প্রতিস্থল পর্যন্ত সংগঠন মজবুত ও বিস্তার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়। তাছাড়া বিগত উপ-নির্বাচনে ফলাফল নিয়ম বৈঠকে বিশ্লেষণ ও আলোচনা হয়েছে। বৈঠক শেষে এদিন বিকেলে দিল্লীর উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন ভি এল সন্তোষ। উল্লেখ্য, মঙ্গলবার দু’দিনের রাজ্য সফরে আসেন তিনি।