বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মার্চ || ভারতীয় জনতা মজদুর সংঘের রাবার মজদুর সংঘের উদ্দ্যোগে রাবারের কাজে নিযুক্ত শ্রমিকদের স্বার্থে শনিবার সাঁচীরামবাড়ী রাবার প্লেন্টশন কর্পোরেশনে কর্মরত শ্রমিকদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়। ভারতীয় জনতা মজদুর সংঘের উদ্দ্যোগে যে কোনো অনুষ্ঠানে শ্রমিকদের পূজা করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আজও অনুষ্ঠানের শুরুর পূর্বে কর্পোরেশনে কর্মরত বয়ষ্ক দুইজন শ্রমিককে চিহ্নিত করে উনাদের পা ধুইয়ে উত্তরিয় পড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই আলোচনা সভার মাধ্যমে সাঁচীরামবাড়ী রাবার প্লেন্টেশান কর্পোরেশনের তিনটি বাগানের নতুন কমিটি গঠন করা হয়। এই আলোচনাসভার মাধ্যমে শ্রমিকদের জন্য রাজ্য সরকার কি কি পরিকল্পনা হাতে নিয়েছে তা বিস্তারিত আলোচনা করা হয়। এই আলোচনা সভার মাধ্যমে জানানো হয়, ভারতীয় জনতা মজদুর সংঘ শ্রমিকদের স্বার্থে কাজ করে যাবে। এদিন এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ সভাপতি বাপন দত্ত, ত্রিপুরা রাবার মজদুর সংঘের সভাপতি মুকুল নন্দী, প্রদেশের সেক্রেটারী শিবপ্রসাদ বিশ্বাস, এডভাইজারী কমিটির উপদেষ্টা নীলকান্ত সিনহা, আই পি এফ টি’র ত্রিপুরা প্রদেশের এ জি এস জিতিরাম ত্রিপুরা সহ অন্যান্যরা। এই আলোচনাসভায় উপস্থিত রাবার শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।