আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ || ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার উপাধ্যক্ষ হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রামপ্রসাদ পাল। মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ঘোষণা করেন, উপাধ্যক্ষ হিসাবে রামপ্রসাদ পালের নামে দুটি প্রস্তাব জমা পড়েছে। তাতে একটির প্রস্তাবক হলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং তা সমর্থন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। দ্বিতীয়টির প্রস্তাবক হলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং তা সমর্থন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপাধ্যক্ষ হিসাবে অন্য কারোর নাম প্রস্তাব না করায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রামপ্রসাদ পালকে উপাধ্যক্ষ হিসাবে এদিন নির্বাচিত ঘোষণা করেন। উপাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হবার পর সকলেই রামপ্রসাদ পালকে শুভেচ্ছা জানিয়েছেন।