প্রয়াত বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রি সহ সংগঠন

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৯ মার্চ || কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়নপুর এলাকার ১নং শক্তি কেন্দ্রের মহিলা মোর্চার ইনচার্জ তথা বিজেপি’র একনিষ্ঠ কার্যকর্তা সুচিত্রা সরকার দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। চলছিল উনার চিকিৎসা। কিন্তু গত ১৩ই মার্চ উনি প্রয়াত হয়। প্রয়ানকালে রেখে গেছেন দুই পুত্র সন্তান। সুচিত্রা দেবীর মৃত্যুর খবরে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্দেশে উনার পরিবার-পরিজনদের পাশে দাঁড়ান ভারতীয় জনতা পার্টি। দলের একনিষ্ঠ কর্মী সুচিত্রা সরকারের মৃত্যুর খবর পেয়ে রবিবার উনার বাড়িতে যায় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং কথা বলেন প্রয়াত বিজেপি কর্মী সুচিত্রা দেবীর পরিবার-পরিজনদের সঙ্গে। পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান এবং আগামী দিনও সুচিত্রা দেবীর পরিবারের পাশে থাকার আশ্বাসদের মন্ত্রী বিকাশ দেববর্মা।
পরবর্তীতে মঙ্গলবার পুনরায় মন্ত্রীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি দল প্রয়াত সুচিত্রা দেবীর বাড়িতে যায় দুই পুত্র সন্তান সহ উনার পরিবার পরিজনদের খোঁজখবর নিতে। সেই সঙ্গে মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে দলের নেতৃত্বরা আর্থিক সাহায্যের হাতও বাড়িয়ে দেয় সুচিত্রা দেবীর পরিবারের প্রতি। এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সম্পাদক বিজন কর সহ কৃষ্ণপুর মন্ডল স্তরের অন্যান্য নেতৃত্বরা। বিজেপি দলের নেতৃত্বরা পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আগামী দিন সুচিত্রা দেবীর পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*