আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর || মহান সুরকার শচীন দেববর্মণের ১১৭’তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান। রবিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের কিংবদন্তি সংগীত শিল্পী, সুর সম্রাট কুমার শচীন দেববর্মণ ছিলেন সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আমাদের দেশ এবং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন। সঙ্গীত জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।