আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || শনিবার আমতলী নেতাজী সংঘ ক্লাবের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রামকৃষ্ণ মিশনের মহারাজ শুভ কারানন্দ, আমতলী ভোলাগিরি আশ্রমের মহারাজ মাধবানন্দ, এলাকার বিশিষ্ট সমাজসেবক মান্তু দেবনাথ, নেতাজি সংঘ ক্লাবের সভাপতি সুকুমার রায় সহ অন্যান্যরা।
এ দিনের এই রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। একদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত বিধায়ক তথা উপাধ্যক্ষ সহ বিশিষ্ট অতিথিরা স্বাগত ভাষণে বলেছেন, রক্তের কোন বিকল্প নেই, রক্তদান মহৎ দান কথাটা সবাই জানে কিন্তু রক্তদানের সবাইকে এগিয়ে আসতে হবে। তারা আরো জানিয়েছেন বর্তমানে রাজ্যে রক্তের কোন ঘাটতি নেই, কোন এক সময়ে বাইরের রাজ্যগুলি থেকে ত্রিপুরায় রক্ত আনা হত কিন্তু এখন বাইরের রাজ্য থেকে ত্রিপুরায় রক্ত আনতে হয় না। আর এখন রক্তের অভাবে রাজ্যে কোন রোগীর মৃত্যু হয় না বললেই চলে। তাই তারা আবারো সবাইকে একসাথে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।