সাব্রুম স্থল বন্দরের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || আজ অর্থাৎ ৯ই মার্চ, ২০২৪ ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন। এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে ত্রিপুরা রাজ্যের প্রায় ৮৫৩৪.০২ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সমূহের উদ্বোধন এবং শিলান্যাস করেন। শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুম স্থল বন্দরের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, ‘সাব্রুম থেকে এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি।’ তিনি বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুম স্থল বন্দরের উদ্বোধন এই প্রকল্প সমূহের মধ্যে অন্যতম। এই নতুন সুবিধা চালু হওয়ার ফলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে পর্যটন, যোগাযোগ এবং বাণিজ্যের প্রসার ঘটবে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে, এই প্রকল্পগুলির মাধ্যমে ‘বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা’ গঠনের লক্ষ্যে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হবে।
এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী, অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*