দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২ মে ।।
নিরাপত্তা :– যে কোনো নির্বাচনে মূখ্য বিষয় হচ্ছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। গনদেবতরা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে ADC নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নাশকতাবাদীরা যাতে সীমান্ত পেরিয়ে আস্তে না পারে তার জন্য ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত সীল করে দেওয়া হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ সহ টহলদারী জোরদার করা হয়েছে।
ADC নির্বাচনে ১৩ হাজারের উপর নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে। ২১ কোম্পানী আধাসামরিক বাহিনীর মধ্যে, ১১ কোম্পানি BSF, 10 কোম্পানি CRPY, TSR ৬৯০০ জন, সাধারন পুলিশ ৪০০০, ফরেষ্ট গার্ড ৩০০, হোম গার্ড ৩০০ জন থানাগুলোতে থাকব বাড়তি নিরাপত্তা কর্মী।
স্পর্শকাতর / অতিস্পর্শকাতর ভোট কেন্দ্র :– ১০৭০টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৯টি অতিস্পর্শকাতর কেন্দ্র ১ ১/২ সেকশান নিরাপত্তি কর্মী, ৩৬০টি স্পর্শকাতর কেন্দ্র ১/২ সেকশান নিরাপত্তি কর্মী, ৬৩১ টি সাধারন ভোট কেন্দ্রে ১/২ সেকশান নিরাপত্তি কর্মী মতায়েন থাকবে।
ভোট সম্পাদন :– ADC নির্বাচনে প্রায় ৬০০০ ভোট কর্মীর পাশাপাশি ১৭৫ জন Sector Officer, ১৬ জন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।
প্রার্থী সংখ্যা :– মোট আসন – ২৮।
CPI(M) – ২৫, RSP – ১, CPI – ১, ফরোয়ার্ড ব্লক – ১। কংগ্রেস – ২৮টি, বিজেপি – ১৮টি, IPFT – ২৭টি, INPT – ২৮টি, তৃণমূল – ১৮টি, নির্দল – ১৮ জন।
ভোট কেন্দ্র :– ২৪৪টি।
ভোটার :– ৭ লক্ষ ৫৮ হাজার ৫৫৪ জন।
ভোট দানের সময় :– সকাল ৭টা থেকে বিকাল ৫টা।