আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || ৩রা সেপ্টেম্বর, মঙ্গলবার ছিল ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র শূন্য আসনে উপ-নির্বাচন। এদিন ত্রিপুরা বিধানসভায় সকাল থেকেই শুরু হয় ত্রিপুরা বিধানসভার বিধায়কদের ভোটদান পর্ব। একে এক ভোট দেন শাসক দল বিজেপি, শরিক দল আই পি এফ টি, তিপ্রা মথা এবং বিরোধী দল সি পি আই (এম) ও কংগ্রেসের বিধায়করা।
রাজ্যসভার উপ-নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন রাজীব ভট্টাচার্য, অন্যদিকে বামফ্রন্ট প্রার্থী ছিলেম সুধন দাস। এদিন দুই দলের প্রার্থীরাও ভোট দান করেন।
এদিন ত্রিপুরা বিধানসভার লবিতে রাজ্যসভা উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধূরী, রতন লাল নাথ, প্রনজীৎ সিংহ রায়, বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধূরী সহ রাজ্য মন্ত্রীসভার অন্যান্য সদস্যগণ ও বিধায়ক বিধায়িকারা।
এদিন বিধানসভার লবিতে রাজ্যসভা উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে মুখ্যমন্ত্রী বলেন, উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের সম্মিলিত প্রয়াসই হবে আগামীর দিশারি।
এদিন ভোট দেয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন জিতেন চৌধুরী।