বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৩ নভেম্বর || ইতিমধ্যে শান্তিরবাজার শহরে বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। এইবারের বন্যায় শান্তিরবাজার মহকুমার লোকজন ব্যাপক ক্ষতির সন্মুখিন হয়েছে। বন্যার কবল থেকে লোকজনেরা যেসকল সামগ্রী বাঁচিয়ে রেখেছে তা নিয়ে যাচ্ছে চোরের দল। অসহায় লোকজনদের সর্বশান্ত করে দিয়ে চলে যাচ্ছে চোরের দল। দীপাবলীর প্রাকমুহুর্তে বুধবার রাত্রিবেলায় শান্তিরবাজার অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় এক অসহায় পরিবারে চোরেরদল হানা দিলো। এই চুরিকান্ডে বাড়িতে থাকা নগদ প্রায় ২০ থেকে ২১ হাজার টাকা, স্বর্ণালঙ্কারের মধ্যে ২ জোরা কানের, ২টি আংটি, একটি গ্যাসের সিলিন্ডার, একটি সাউন্ড বক্স, একটি টিভি নিয়ে যায় চোরের দল। চুরির খবর পেয়ে অন্যান্যদিনের ন্যায় ঘটনাস্থল পরিদর্শন করে শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুনরায় থানায় চলে যায়। চুরিকান্ড সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বাড়ীর গৃহিনী শিখা সাহা হালদার।