আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || রাজধানীর শিবনগরস্থিত গেদু মিয়াঁ মসজিদ পরিদর্শনে গেলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন মসজিদের অভ্যন্তর ও বাইরের সব কিছু ঘুরে দেখেন রাজ্যপাল। পাশাপাশি গেদু মিয়াঁ মসজিদের ইতিহাস ও এর সংস্কার সম্পর্কিত বিষয় নিয়ে মসজিদের কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন রাজ্যপাল।
এদিন মসজিদ পরিদর্শন শেষে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পর্যটকদের আকর্ষণের জন্য এই মসজিদের সংস্কার দরকার।
এদিন গেদু মিঁয়া মসজিদ পরিদর্শনকালে রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীম উদ্দীন, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ গেদু মিঁয়া মসজিদ কমিটির কর্মকর্তাগণ।