গোপাল সিং, খোয়াই, ৩১ ডিসেম্বর || এস এফ আই’র ৫৫’তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় খোয়াইয়েও সোমবার। এদিন সকালে জেলা শহরের তিনটি স্থানে ছিল সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি। পার্শ্বনাথ মুকুল ভবনে পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা প্রিয়তোষ দেব। এছাড়াও অরবিন্দ পার্কে সংগঠনের বিভাগীয় সম্পাদক নারায়ন নমঃদাস ও সুভাষপার্কে সংগঠনের রাজ্য কমিটির সদস্যা সায়ন্তিকা দেব পতাকা উত্তোলন করেন। তিনটি স্থানে নির্মিত অস্থায়ী শহীদবেদীতে ফুলে ফুলে শ্রদ্ধা জানান এস এফ আই’র প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস, প্রাক্তন ছাত্রনেতা অতনু দত্ত সহ নারায়ন নমঃ দাস, সাগর পাল, সৈকত দাস, নয়ন আলী মিঞা, সীমা সিনহা, সায়ন্তিকা দেব ও প্রিয়তোষ দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।