সিপিআই(এম) ছেড়ে ৯৬ জন ভোটার যোগ দিল বিজেপি’তে

সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ ফেব্রুয়ারী || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রে এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং রাইমাভ্যালী মন্ডলের নব নিযুক্ত সভাপতি ধন্যমানিক ত্রিপুরার রাজনৈতিক তৎপরতায় বিরোধীদের রাতের ঘুম উড়ে যাচ্ছে বলা যায়। উক্ত দুই জনপ্রিয় নেতৃত্ব এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা আসন্ন প্রায় এডিসি নির্বাচনের কথা মাথায় রেখে নিজের বিজেপি দলকে কিভাবে রাইমাভ্যালিতে এগিয়ে রাখা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই রাইমাভ্যালির কোন না কোন এডিসি ভিলেজে সভা করে চলেছেন উক্ত দুই জনপ্রিয় নেতৃত্ব।
সোমবার গন্ডাছড়া মহকুমার রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মঙ্গলচান পাড়ায় বিজেপির একটি উঠান সভা অনুষ্ঠিত হয়। উক্ত উঠান সভায় উপস্থিত ছিলেন জনপ্রিয় দুই নেতৃত্ব এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা সহ নারী নেতৃ সতীরানী সানোয়াল এবং অন্যান্য নেতৃত্ব। উক্ত উঠানসভায় পঞ্চরতন, রানীপুকুর এডিসি ভিলেজের বহু নাগরিক উপস্থিত ছিলেন। সভায় রাইমাভ্যালির মানব কল্যানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার একনিষ্ঠ ভাবে কাজ করে চলেছে। আগামী দিনেও রাজ্যের সকল অংশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং। মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা তার বক্তব্যে বলেন, রাইমাভ্যালির জাতি জনজাতি সকলকে নিয়ে এলাকার উন্নয়নে মনোনিবেশ করবে বিজেপি সরকার। আগামী এডিসি নির্বাচনে বিজেপি সংগঠনকে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান রাখেন মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা। উক্ত সভায় পঞ্চরতন এবং রানীপুকুর এডিসি ভিলেজের সিপিআই(এম) দল ছেড়ে ৩৬টি পরিবারের মোট ৯৬ জন ভোটার আনুষ্ঠানিক ভাবে বিজেপি দলের পতাকা হাতে তুলে নেয়। নবাগতদের দলে বরণ করে নেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*