আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী || ৫৩’তম হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়া সিনিয়র মেনস ন্যাশনাল হেন্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২শে ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারী পর্যন্ত ঝারখন্ডের রাচীতে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। তাকে সামনে রেখে ত্রিপুরা হেন্ডবল এসোসিয়েশনের উদ্যোগে সিনিয়র মেনস এর সিলেকশন ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর উমাকান্ত একাডেমি মাঠে।
সারা রাজ্যের থেকে প্রায় ৫০ এর অধিক খেলোয়াড় অংশগ্রহণ করেছে, তার মধ্য থেকে ১৬ জনের একটি টিম গঠন করা হবে বলে জানা গেছে।