জনসভায় ত্রিপুরা সরকারের নতুন দু’টি প্রকল্প ঘোষণা করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ২.০-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক সুবিশাল জনসভার আয়োজন করা হয়। এই সুবিশাল জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। রবিবার এই রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই জনসভায় ত্রিপুরা সরকারের নতুন দু’টি প্রকল্প ঘোষণা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। এদিন তিনি ‘মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা’ ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায়, রাজ্য সরকার দরিদ্র পরিবারে তথা বিপিএল পরিবারে জন্মগ্রহণকারী প্রতিটি কন্যা সন্তানের জন্য ৫০,০০০ টাকার বন্ড জমা দেবে। মেয়েটির বয়স ১৮ বছর হলে মেয়াদপূর্তির সময় এই বন্ড ৮-১০ লক্ষ টাকায় পৌঁছাবে।

পাশাপাশি কলেজগামী ছাত্রীদের স্কুটি সরবরাহের জন্য ‘মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা’ নামে আরেকটি প্রকল্পও ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায়, টিবিএসই, সিবিএসই এবং আইসিএসই-এর উচ্চমাধ্যমিক পাশ করা মেধাবী ১৪০ জন ছাত্রী স্কুটি পাবে।

এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কৃতি সিং দেবী দেব বর্মণ, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী, অন্যান্য মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা সহ বিজেপি’র বরিষ্ঠ নেতা নেত্রীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*