খেলাধুলা ডেস্ক, দুবাই, ০৯ মার্চ || ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছেই হেরেছিল ভারত। সেই হারের বদলা নিল ভারত। রবিবার দুবাইয়ের মাঠে নিউ জ়িল্যান্ডকে হারাল ভারত। তবে যতটা সহজে জেতা উচিত ছিল, তা হল না। নিউ জ়িল্যান্ডও লড়াই করল।
২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। সেই হারের বদলা নিলেন রোহিতেরা।
২০২৪ সালের জুন মাসে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। ৯ মাসের মধ্যে অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতলেন রোহিত। কোচ হিসাবে সফল গৌতম গম্ভীর। নিজের প্রথম আইসিসি ট্রফিতেই দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি।
৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারাল ফাইনালে। ১ ওভার বাকি থাকতেই জিতল ভারত। ৩৩ বলে অপরাজিত ৩৪ রান করলেন রাহুল। চার মেরে দলকে জেতালেন জাদেজা। রোহিত শর্মা করেন ৭৬ রান। ম্যাচের সেরা রোহিত শর্মা, প্রতিযোগিতার সেরা রাচিন রবীন্দ্র।