পুলিশের অভিযানে উদ্ধার ব্রাউন সুগার, গ্রেপ্তার এক নেশা কারবারি

গোপাল সিং, খোয়াই, ১১ মার্চ || নেশার বিরুদ্ধে খোয়াইয়ে পুলিশের অভিযানে উদ্ধার ব্রাউন সুগার। গ্রেফতার করা হয়েছে এক কুখ্যাত নেশা কারবারিকে। ধৃত খোয়াই লালছড়া নিবাসী জয়ন্ত ভৌমিক (উরফে খোকন)।

জানা যায়, মঙ্গলবার সকালে খোয়াই শহরের রাধানগর বাস স্ট্যান্ড এলাকা থেকে ব্রাউন সুগার সহ তাকে গ্রেফতার করে। পুলিশের কাছে অগ্রীম খবর ছিল এই বিষয়ে। খবর ছিল পুলিশের কাছে আগরতলা থেকে একটি বাস গাড়ি খোয়াই উদ্দেশ্যে আসছিল। এই বাস গাড়ীর মধ্যে নেশা সামগ্রী রয়েছে বলে খবর। খোয়াই থানার পুলিশ উৎ পেতে বসে থাকে সকাল থেকে খোয়াই রাধানগর স্ট্যান্ডে। বাস গাড়ি থেকে নামার পর লালছড়া এলাকার জয়ন্ত ভৌমিকে তল্লাশি চালায়। জয়ন্ত ভৌমিকের কাছ থেকে তল্লাশি করে পুলিশ সাবানের দুটো কেইসে ২৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। খোয়াই থানার পুলিশ এন ডি পি এস আইনে একটি মামলা নিয়েছে পুলিশ।

খোয়াই শহরে নেশার রমরমা ব্যবসা চলছে দীর্ঘ সময় ধরেই। আমবাসা, কমলপুর, মোহনপুর, সিমনা থেকে খোয়াই শহরকে কোরিডোর হিসাবে ব্যবহার করে চলছে নেশা কারবারীরা। থানা বাবুদের প্রণামী দিয়েই ত্রিবেণী সঙ্গম চলছে। বাধ্য হয়ে সাদা পোশাকে পুলিশ আজ উৎপেতে বসে খোয়াই নৃপেণ চক্রবর্তী এভিন্যুতে। এডিশনাল এসপি’র নেতৃত্বে তৈরী হয় জাল। আর সেই জালেই ধরা পড়ে খোয়াইয়ের এক নেশাকারবারী। তবে পুলিশের জাল তৈরী করার খবর আগেই পৌঁছে যায় নেশাকারবারীদের কাছে। মুহুর্তেই সবাই সতর্ক হয়ে যায়। সরষের মধ্যেই যে ভূত লুকিয়ে আছে। যেহেতু বিগত ২ মাস যাবত জয়ন্ত ভৌমিক প্রণামী দেয়না, তাই ধরা পড়লো সেই। আর একটি সফলতার ক্রেডিট নিল পুলিশ।

এদিকে এডিশনাল এসপি মিডিয়াকে জানান, খোয়াইতে সম্প্রতিকালে নেশা কারবারিদের বিরুদ্ধে সক্রিয় ভাবে অভিযান চালিয়েছে পুলিশ। গাঁজা সহ ব্রাউন সুগার কারবারি পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নেশা বিরুধী অভিযানকে ত্বড়ান্তিত করতে খোয়াইয়ের এসপি এবং স্থানীয় বড়ো মাপের নেতৃত্বদের কড়া নির্দেশ রয়েছে বলেও জানান তিনি।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*