আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || আগামীদিনে ত্রিপুরা রাজ্যে আরো ৮,০০০ চাকরি প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ২.০-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সুবিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত ৭ বছরে ত্রিপুরার বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৪–২৫ অর্থ বছরে বাজেটে ৭,০০০ কোটি টাকা বরাদ্দ পরিকাঠামো উন্নয়নে রাখা হয়েছে। তিনি বলেন, রাজ্যের যুবদের কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ত্রিপুরায় ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ১৬,৪৫১ জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। ৫,৭৭১ জনকে আউটসোর্সিংয়ে চাকরি দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সিকিউরিটি গার্ড হিসেবে ২,৯৩৬ জনকে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনগুলিতে আরও ৮,০০০ চাকরি প্রদানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সুবিশাল জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ সম্বিত পাত্রা, সাংসদ কৃতি দেবী সিং দেববর্মণ, ত্রিপুরা প্রদেশ প্রভারী ডঃ রাজদীপ রায়, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী, অন্যান্য মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা সহ বিজেপি’র বরিষ্ঠ নেতা নেত্রীরা।