সুব্রত দাস, গন্ডাছড়া, ১২ মার্চ || আসন্ন এডিসি নির্বাচন বা ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজ্য তিপ্রা মথা দলের গন্ডাছড়া ব্লক কমিটির কর্মসূচি উপলক্ষে গন্ডাছড়া মহকুমার পাহাড়ী জনপদে দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে একের পর এক ভিলেজ ভিত্তিক সুতো, পাঁচড়া এবং কাপড় বিতরণে নেমেছে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের নেতৃত্বরা। সম্প্রতিকালের কঁচুছড়ি এসবি স্কুলে সুতো, পাঁচরা বিতরণের পর মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের রামনগর, নাক্কাছড়া, কালাঝারি এবং রাণীপুকুরে সুতো, পাঁচড়া এবং কাপড় বিতরণ অভিযান করেন ইএম রাজেশ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা।
প্রসঙ্গত আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন বা এডিসি নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের পাহাড় অঞ্চলে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে পাহাড় অঞ্চল নিজেদের দখলে রাখতে ছুটে চলছেই তিপ্রা মথা দলের গন্ডাছড়া ব্লক কমিটির নেতৃত্ব তিপ্রা মথা দলের সম্পাদক হিরণ্ময় ত্রিপুরা, ওয়াই টি এফ ব্লক কমিটির সভাপতি মিঠুন ত্রিপুরা, সাবজুন চেয়ারম্যান হিরণ্ময় ত্রিপরা, রাইমাভ্যালি বিধায়ক নন্দিতা দেব্বর্মা রিয়াং এবং মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইএম রাজেশ ত্রিপুরা।
উক্ত অনুষ্ঠানে মহকুমার রামনগর বাজার, কালাঝারি, নাক্কাছড়া এবং রানীপুকুর এডিসি ভিলেজের বহু মা বোনদের হাতে সুতো তুলে দেন ইএম রাজেশ ত্রিপুরা, বিধায়িকা নন্দিতা দেব্বর্মা রিয়াং, হিরণ্ময় ত্রিপুরা হরিশ দেব্বর্মা, নেতৃত্ব মিঠুন ত্রিপুরা। আগামীদিনেও এধরণের কর্মসূচি চলবে বলে জানান কর্মকর্তারা।