আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || রবিবার উদয়পুর মহকুমার আঠারভোলা এডিসি এলাকায় একটি গ্রামীন মার্কেট স্টলের শিলান্যাস করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি মন্ত্রী বলেন, এই এলাকার জুমিয়া এবং কৃষকেরা যাতে সহজেই তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে পারেন, সেজন্যই কৃষি দপ্তরের এই উদ্যোগ। তিনি বলেন, অন্নদাতা কৃষকেরাই যে সমগ্র জাতির মেরুদন্ড, এটা ভেবেই কৃষক কল্যাণে কাজ করে চলেছে রাজ্য সরকার। আগামী দিনে কৃষকদের কল্যাণে রাজ্য সরকার আরও ব্যাপক পরিকল্পনা নিয়েছে। তিনি আরো বলেন, আমার বিশ্বাস, কৃষি দপ্তরের সার্বিক সহযোগিতায় এখানকার কৃষকেরা তাদের উৎপাদন দ্বিগুণ করা সহ সামগ্রী সহজেই বাজারজাত করতে পারবেন।