আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || রবিবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আর পি এফ মিলে আগরতলা রেল স্টেশন থেকে ১ জন গাঁজা পাচারকারীকে আটক করেছে।
পুলিশ জানায়, আটককৃত ব্যাক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট
৮.১১০ কেজি শুকনো গাঁজা। যেগুলি ১টি হাতের বেগে মধ্যে রাখা ছিল। এগুলি তিনি উত্তর প্রদেশ নিয়ে যেতে চেয়েছিলেন ট্রেনে করে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে।
এই নিয়ে আগরতলা জিআরপি থানাতে উনার বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে আরো অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান পুলিশের। সোমবার এই ব্যাক্তিকে মহামান্য আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, এই গাঁজা গুলো উত্তর প্রদেশে প্রায়
১ লক্ষ ৬০ হাজার টাকা বিক্রি হতে পারে।
আটককৃত ব্যাক্তির নাম ইমাম উদ্দীন (৫৮), বাড়ি বিহারের চাপড়া জেলায়।