আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় হাওড়া নদীর উন্নয়নে পরিকল্পনা মাফিক কাজ এগিয়ে চলছে। জিম, বিনোদন পার্ক এবং প্রাতঃভ্রমণ করার মত বন্দোবস্ত করা হচ্ছে নদীর দু’পাশে। এই উন্নয়ন কাজে কিছু কিছু খাস জমি দখলমুক্ত করতে হচ্ছে রাজ্য সরকারকে।
সেরকমই এলাকার ৩৬ নং ওয়ার্ডের অন্তর্গত হাওড়া নদীর বাঁধ জয়পুর আর সি সি সেতু থেকে আই বি বি বেড়ার কাছে ইস্পাত সেতু পর্যন্ত অবস্থিত জায়গায় দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে ১৯টী পরিবার বসবাস করে আসছিলেন। জানা যায়, নদীর উন্নয়নমূলক কাজের জন্য গত কয়েকদিন আগে তাদের সেখান থেকে উচ্ছেদ হতে নোটিশ দিয়েছে সদর মহকুমা শাসক। নোটিশে উল্লেখ রয়েছে আগামী ২৭শে মার্চের মধ্যে তাদের জমি ছাড়তে হবে।
সেই উচ্ছেদ নোটিশ পেয়ে সোমবার সদর মহকুমা অফিসে এসে আধিকারিকদের সাথে দেখা করেন তারা। পাশাপাশি তাদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার দাবী জানান তারা।