বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ মার্চ || দীর্ঘ অনেকবছর যাবৎ শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং নদী ও মুহুরী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিয্যবাহী বারুনি মেলা। বৃহস্পতিবার তিথি অনুযায়ী সকাল থেকে শুরু হয় বারুনি স্নান। মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে লোকজনেরা পূর্ব পুরুষদের উদ্দ্যোশ্যে তর্পন করার জন্য মেলায় ভীর জমায়। মেলায় আগত লোকজনদের পূর্ব পুরুষের উদ্দ্যেশ্যে তর্পন করতে লক্ষ্য করা যায়। পূর্ব পুরুষদের তর্পনের পাশাপাশি মেলায় অবস্থিত মা গঙ্গা মন্দিরে সকলে ধর্মীয় রিতিনিতি মেনে পূজা দেন। আজকের এই বারুনি স্নান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মেলায় আগত এক পুরহিত। লাউগাং এলাকায় বারুনি মেলাকে কেন্দ্র করে ব্যাপক লোকসমাগম ঘটে।