২০২৫ সালের মধ্যে টিবি মুক্ত জেলা গঠনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি: জেলা স্বাস্থ্য আধিকারিকের সাংবাদিক সম্মেলন

গোপাল সিং, খোয়াই, ২৭ মার্চ || বৃহস্পতিবার দুপুর একটায় খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ পদ্মরাম জমাতিয়া, ডঃ বিক্রম দেববর্মা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
ডঃ পদ্মরাম জমাতিয়া জানান, ২০২৫ সালের মধ্যে খোয়াই জেলাকে সম্পূর্ণ টিবি মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। টিবি রোগ নির্মূলের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে এবং আরো কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। ডঃ জমাতিয়া বলেন, বর্তমানে খোয়াই জেলায় মোট ১৩টি হাসপাতাল রয়েছে, যার মধ্যে ১টি জেলা হাসপাতাল, ১টি মহকুমা হাসপাতাল, ১০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (পিএইচসি) এবং ২টি নিউ নর্মস পিএইচসি। এছাড়া ১০৪টি সাব-সেন্টার, ১০টি ডেজিগনেটেড মাইক্রোস্কোপি সেন্টার, ৩টি এক্স-রে সেন্টার এবং ৩টি নেট মেশিন রয়েছে। ২০২৪ সালে খোয়াই জেলায় মোট ২৮২ জন টিবি রোগী শনাক্ত হয়েছিল। এর মধ্যে ১৬৯ জন রোগীর সঠিকভাবে ডায়গনসিস করা হয় এবং বাকিরা জেলার বাইরে চিকিৎসা গ্রহণ করেন। উল্লেখযোগ্যভাবে, টিবি রোগীদের মধ্যে ২৭৪ জনের এইচআইভি এবং সুগার টেস্টও সম্পন্ন করা হয়েছে। ডঃ জমাতিয়া আরও জানান, নি-ক্ষয় পোষণ যোজনা’র আওতায় বর্তমানে ২৮০ জন রোগীকে মাসিক ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আগে এই পরিমাণ ছিল ৫০০ টাকা। এ পর্যন্ত ১৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং ২২৪ জনকে ফুড-বাস্কেট বিতরণ করা হয়েছে। জেলায় ইতিমধ্যেই ৫২টি পঞ্চায়েতকে টিবি মুক্ত পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, সেম্পল কালেকশনের মাধ্যমে সর্বমোট ১১,৭১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ডঃ জমাতিয়া বলেন, “টিবি মুক্তি অর্জনের জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর একসঙ্গে কাজ করছে। জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” জেলার স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করতে এবং টিবি রোগ নির্মূলে সরকারি প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*