আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || কলকাতার আকাশ আট চ্যানেল আয়োজিত ‘আকাশে সুপার স্টার’ এর মতো একটি জনপ্রিয় সংগীতের রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করেছিল ত্রিপুরার ৮ বছরের ছোট্ট মেয়ে রাজস্মিতা দাস। সে এই প্রতিযোগিতায় বড়দের সাথে টেক্কা দিয়ে প্রথম হয়ে ত্রিপুরার জন্য বিজয়ীর ট্রফি নিয়ে এসেছে।
জানা যায়, ৮ বছরের ছোট্ট মেয়ে রাজস্মিতা দাসের পিতার নাম রাজীব দাস, মায়ের নাম দেবস্মিতা দত্ত। বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার সেকেরকোটে।
রাজস্মিতা বুঝিয়ে দিলো সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকে অর্জন করা যায়। সমস্ত ত্রিপুরাবাসী, আত্মীয় স্বজন, বন্ধুদের আশীর্বাদেই রাজস্মিতা ত্রিপুরার ঝুলিতে একটি পলক জুড়তে পারলো। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে রাজস্মিতার পরিবারের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গ্রেন্ড ফাইনালের জন্য যেই গানটি সিলেক্ট করা হয়েছিল সেটা রাজস্মিতার মা দেবস্মিতা দত্তের ছোটবেলার গুরু মিতালী ঘোষকে স্বরন করেই নেওয়া। আর এই গানটি রাজস্মিতা এতো সুন্দর গেয়েছে, বিচারকরা বলেছেন যে ,”মনে হচ্ছে যেন তোরই গান এটা”, তাকে স্ট্যান্ডিং উইশ দিয়ে বলেছে যে এই গানের সামনে মার্কস সব ছোট হয়ে গেছে। এই বয়সে যা গাইছিস সত্যিই অসাধারণ।
গান দিয়ে আকাশ আট চ্যানেলে উপস্থিত সবার মন জয় করে নিয়েছে রাজস্মিতা।
রাজস্মিতার পরিবার সমস্ত ত্রিপুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানায় ও সবার কাছে আরো আশীর্বাদ চায় যেন রাজস্মিতা ত্রিপুরার নাম আরো উজ্জল করতে পারে।