আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || ১০ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। বিশ্ব হোমিওপ্যাথি দিবসের বিশেষ দিনে রাজ্য আয়ুষ মিশন ও রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক রোগ নির্ণয় পরিকাঠামোর উন্নয়ন ও উত্তম প্রচার-প্রসারের ফলে চিকিৎসাক্ষেত্রে হোমিওপ্যাথির প্রতি নাগরিকদের চাহিদা অনেকটাই বাড়ছে। মুখ্যমন্ত্রী বলেন, এই চাহিদার কথা মাথায় রেখে সরকারের ব্যবস্থাপনায় নাগরিকদের উন্নত চিকিৎসা প্রদানে অত্যন্ত ভালো কাজ করছেন রাজ্যের হোমিও চিকিৎসক বন্ধুরা।
এদিন ‘অধ্যয়ন, অধ্যাপন ও অনুসন্ধান ‘ থিমে সাজানো উৎযাপনী এই কার্যক্রমে রাজ্যের বিশিষ্ট হোমিও চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী তাদের হাতে মানপত্র তুলে দেন।