গোপাল সিং, খোয়াই, ১৩ এপ্রিল || ত্রিপুরা সরকারের পানীয় জল সরবরাহ দপ্তরের (DWS) চিফ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের নেতৃত্বে একটি ইঞ্জিনিয়ারদের দল খোয়াই শহরের পানীয় জল সরবরাহ ব্যবস্থার পর্যালোচনায় সরেজমিনে পরিদর্শনে আসেন শনিবার। খোয়াই পুর পরিষদের বিভিন্ন এলাকা ঘুরে জল সরবরাহ ব্যবস্থা শক্তিশালী ও ত্রুটিমুক্ত করার দিকেই নজর দেওয়া হয়। পরিদর্শনকালে ইঞ্জিনিয়ারদের সঙ্গে ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা। তিনি পরিদর্শনকারী দলকে স্পষ্টভাবে জানান, শহরের বহু এলাকায় জল সরবরাহে অসংগতি ও ত্রুটি রয়েছে। পরিষেবা নিশ্চিত করতে পুরাতন লাইন মেরামত এবং নতুন উৎসের সন্ধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। চেয়ারপার্সনের বক্তব্য অনুসারে, শহরের বহু ওয়ার্ডে এখনো নিয়মিত জল পৌঁছায় না। জল সরবরাহে ত্রুটি থাকায় নাগরিকদের অসন্তোষ প্রতিনিয়ত বাড়ছে। এদিকে ট্রিটমেন্ট প্ল্যান ঘুরে দেখার সময় চোখে পড়ে এর ভেতর আবর্জনায় ভর্তি অবস্থার দৃশ্য। কোনও ল্যাবরেটরি বা পরীক্ষাগার ব্যবস্থা নেই, যা জল মান পরীক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিদর্শন শেষে চিফ ইঞ্জিনিয়ার জানান, “খোয়াই শহরের সমস্যা গুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হবে।”
এদিকে DWS দপ্তরের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পুরসভা রাজস্ব আদায় করলেও তার একটি অংশও DWS-কে প্রদান করে না, ফলে প্রয়োজনীয় মেরামত বা আধুনিকীকরণ কাজ সুষ্ঠুভাবে চালানো যাচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, “পুরাতন লাইনে জল সরবরাহ চলছে, অথচ আমাদের সঙ্গে কোনওরকম পরামর্শ ছাড়াই সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে নতুন সংযোগ দেওয়া হচ্ছে। এতে করে পুরো ব্যবস্থাই ঝুঁকির মুখে পড়ছে।” এদিকে জনগণের অভিযোগ যে পুর এলাকায় মানুষ জলের জন্য খুবই কষ্ট ভোগ করতে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে জল টিম-টিম করে পড়ছে। দুই দপ্তরের টানাপোরেনের মধ্যে জনগণ নাজেহাল।