আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || অন্যান্য বছরের মতো এবছরও শ্রী শ্রী কৈবল্যনাথের স্বরূপ চতুর্থ বিদেহী মোহন্ত মহারাজ শ্রদ্ধেয় ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান বার্ষিকী স্মরণে রাজধানীর বনমালীপুরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়। রবিবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাছাড়া এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল দে সহ অন্যান্যরা।
ঠাকুরের সেবার পাশাপাশি এই ধরণের মানবসেবায় সম্পৃক্ত উদ্যোক্তাদের সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী।