স্কুল ভবনের ছাদ ধসে মৃত ৭, ধ্বংসস্তূপে আটকে বহু পড়ুয়া

জাতীয় ডেস্ক, রাজস্থান, ২৫ জুলাই || শিক্ষাপ্রাঙ্গণে মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের ঝালাওয়াড় জেলার মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে আচমকাই ধসে পড়ল স্কুল ভবনের ছাদ। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গিয়েছে, স্কুল চলাকালীন আচমকা ভবনের একতলার ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার সময় স্কুল চত্বরে প্রায় ৪০ জন পড়ুয়া ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। ছাদ ভেঙে পড়তেই অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। গুরুতর আহত অবস্থায় বহু পড়ুয়া ও শিক্ষককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। এরপর পুলিশ, দমকল ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় ব্যাপক উদ্ধার তৎপরতা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল এখনও কাজ করছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতদের পরিবারে শোকের ছায়া। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*