জাতীয় ডেস্ক, অন্ধ্রপ্রদেশ, ০৭ সেপ্টেম্বর || অন্ধ্রপ্রদেশে দুদিনব্যাপী জাতীয় সাংবাদিক কনভেনশনের সূচনা হলো। ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস (ইন্ডিয়া)-র উদ্যোগে আয়োজিত এই কনভেনশনে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকে সাংবাদিকরা যোগদান করেছেন। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর চলবে এই কর্মসূচি।
এই জাতীয় কনভেনশনে সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হবে। উপস্থিত ছিলেন ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস (ইন্ডিয়া)-র সভাপতি সুরেশ শর্মা, মহিলা সভাপতি আভা নিগম, সাধারণ সম্পাদক ত্রিয়োগ নারায়ণ তিবারি, অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তৃতা রাখতে গিয়ে সভাপতি সুরেশ শর্মা জানান, সাংবাদিকদের স্বার্থে এবং তাদের সুযোগ-সুবিধার জন্য সর্বদা কাজ করে আসছে সংগঠনটি। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সাংবাদিকদের জন্য ও সমাজের কল্যাণে জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা যে ভূমিকা পালন করে আসছে তা প্রশংসনীয়। এজন্য তিনি সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
