স্ত্রীকে রক্ষা করতে গিয়ে ইভটিজারদের হামলায় রক্তাক্ত স্বামী, আগরতলা সিটি সেন্টারের সামনে চাঞ্চল্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || বিজয়া দশমীর আনন্দঘন পরিবেশ মুহূর্তেই রক্তাক্ত ঘটনায় পরিণত হলো রাজধানীর ব্যস্ততম সিটি সেন্টারের সামনে। পূজা দেখতে এসে স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে ভিড়ের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমতলির বাসিন্দা নারায়ণ ঘোষ। অভিযোগ, ওই সময় কিছু দুষ্কৃতী তাঁর স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করলে প্রতিবাদ জানাতেই তাদের হাতে হামলার শিকার হন তিনি।
চোখের সামনে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে হতভম্ব হয়ে পড়ে দুই সন্তান। আহত নারায়ণ ঘোষকে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। ইতিমধ্যেই একজন অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিম আগরতলা থানার কর্তৃপক্ষ। বাকিদের ধরতে অভিযান চলছে।
বিজয়ার সন্ধ্যায় এমন নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পূজা-পরবর্তী উৎসবের আবহে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*