আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || আগামী শনিবার (০৪-১০-২০২৫) দুপুর ২টা থেকে মায়ের গমন কার্নিভ্যাল উপলক্ষে রাজধানী আগরতলার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, লায়ন্স গেট (উজ্জয়ন্ত প্যালেস) থেকে দশমীঘাট পর্যন্ত রাস্তায় — জ্যাকসন গেট, কামান চৌমুহানি, সূর্য্য চৌমুহানি, পোস্ট অফিস চৌমুহানি, প্যারাডাইস চৌমুহানি ও বাত্তালা পর্যন্ত রাস্তাগুলি শুধুমাত্র প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহৃত হবে। প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
যে সব জায়গায় প্রবেশ নিষিদ্ধ থাকবে:
নাগেরজলা, বাত্তালা, দশমিঘাট, জয়পুর, অগুনতুক ক্লাব, জয়নগর অফিস লেন, ফায়ার সার্ভিস চৌমুহানি, আইজিএম চৌমুহানি, বিরেন্দ্র ক্লাব জংশন, গান্ধিঘাট, আইজিএম হাসপাতালের পিছন দিক, আরএমএস চৌমুহানি, মধ্যপাড়া রোড, অরিয়েন্ট চৌমুহানি, জ্যাকসন গেট, গোল বাজার, ললিতমালা ক্রসিং, নেতাজি চৌমুহানি, পুরাতন মোটরস্ট্যান্ড, গনারাজ চৌমুহানি, উইমেন্স কলেজ, টাউন হল, আরএস ভবন ক্রসিং, বি.কে. চৌমুহানি।
অত্যাবশ্যকীয় যানবাহনের জন্য বিকল্প রুট:
রোগী, বিমানযাত্রী ও রেলযাত্রীদের জন্য বিশেষ রুট নির্ধারণ করা হয়েছে।
হাপানিয়া (টিএমসি) থেকে আইজিএম/জিবিপি হাসপাতাল/আইএলএস পর্যন্ত যাতায়াতের জন্য বিকল্প রাস্তা থাকবে এ.ডি. নগর-ফ্লাইওভার-আইজিএম-টিআরটিসি-বি.কে. চৌমুহানি-কলোনেল চৌমুহানি-হারাধন সংঘ-উত্তর গেট-রাধানগর-মূর্তিপ্রাঙ্গণ-জিবিপি হাসপাতাল/আইএলএস।
একইভাবে, জিবিপি হাসপাতাল/আইএলএস হাসপাতাল থেকে আইজিএম/হাপানিয়া টিএমসি যাওয়ার জন্যও পৃথক রুট নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান ও রেলযাত্রীদের অবশ্যই বৈধ টিকিট বা বোর্ডিং পাস সঙ্গে রাখতে হবে এবং গাড়িতে “Airport and Railway Passenger” স্টিকার প্রদর্শন করতে হবে।
পার্কিংয়ের নির্দেশনা:
ভিআইপি ও গণ্যমান্য ব্যক্তিদের জন্য উজ্জয়ন্ত প্যালেস চত্বরে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
সাধারণ মানুষের যানবাহনের জন্য আলাদা পার্কিং এলাকা নির্ধারিত হয়েছে যেমন — আইজিএম চৌমুহানি-আরএমএস চৌমুহানি-অরিয়েন্ট চৌমুহানি-জ্যাকসন গেট বক্স কালভার্ট, বাত্তালা টিআরটিসি কমপ্লেক্স, গান্ধিঘাট থেকে রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকা এবং ইস্ট আগরতলা থানার পিছনে পুলিশ স্টেশন থেকে মহানমাঙ্গন পর্যন্ত।
প্রশাসনের তরফে শহরবাসীকে অনুরোধ করা হয়েছে, নির্দিষ্ট রুট মেনে চলার পাশাপাশি যান নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য।
