প্রবীণ নাগরিক ও সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদনে অভিনব উদ্যোগ

গোপাল সিং, খোয়াই, ০৪ অক্টোবর || সমাজে প্রবীণরা কেবল অতীতের স্মৃতিই নন, তাঁরা ভবিষ্যতের আলোকবর্তিকা। সেই সত্যকে আবারও প্রমাণ করল ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘ, খোয়াই জেলা কমিটি। বিশ্ব প্রবীণ দিবস ও বিজয়া দশমীর শুভক্ষণে এক অনন্য সামাজিক উদ্যোগে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের মিষ্টিমুখ করালেন, খোঁজ নিলেন তাঁদের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের।
প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে দুই দিন ধরে—২রা ও ৩রা অক্টোবর—জেলা সভাপতি মৃণালকান্তি মজুমদার এবং কোষাধক্ষ প্রিয়তোষ ঘোষের নেতৃত্বে ৮ জনের প্রতিনিধি দল ছুটে গিয়েছেন মোট ৩৩ জন প্রবীণ নাগরিকের বাড়িতে। ছুটে গেছেন প্রবীন সাংবাদিক গোপাল সিংয়ের কাছেও। মিষ্টিমুখের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তবে শুধু মিষ্টিমুখ নয়, তাঁদের জীবনযাত্রা, স্বাস্থ্যগত অবস্থা, প্রয়োজনীয় চাহিদা এবং মানসিক সুস্থতার খোঁজ নিয়েছেন আন্তরিকভাবে। এই মানবিক উদ্যোগ প্রত্যেক প্রবীণ ও তাঁদের পরিবারের সদস্যদের মনে ছুঁয়ে গেছে গভীরভাবে।
কমিটির প্রতিনিধিরা জানিয়েছেন, আগামী দিনে তাঁরা শুধু প্রতীকী কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকতে চান না। তাঁদের লক্ষ্য, ৯০ ঊর্ধ্ব প্রবীণদের জন্য ব্যাংকিং সুবিধা যেন বাড়িতে পৌঁছে যায়, আর লাইফ সার্টিফিকেট নবীকরণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো প্রবীণদের বাড়িতেই সম্পন্ন হয়। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনারও উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে প্রবীণরা বলেছেন, “আমাদের মনে হলো—আজও সমাজ আমাদের ভুলে যায়নি। এই ভালোবাসা ও সম্মানই আমাদের সবচেয়ে বড় সম্পদ।” এই উদ্যোগ শুধু খোয়াইবাসীর নজর কাড়েনি, সমাজে বার্তা দিয়েছে—প্রবীণদের প্রতি যত্ন ও শ্রদ্ধাই একটি সভ্য সমাজের আসল পরিচয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*