আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || দেবী দশভূজা দুর্গার নিরঞ্জন যাত্রাকে কেন্দ্র করে নবউদ্দীপনায় ভরপুর আগরতলার রাজপথ। শনিবার বিকেলে মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো বহুল প্রতীক্ষিত পূজো কার্নিভ্যাল ‘মায়ের গমন-২০২৫’ এর।
মায়ের গমনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভা সাংসদ রাজিব ভট্টাচার্য, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায়, অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, উচ্চশিক্ষার মন্ত্রী কিশোর বর্মণ, মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরে অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
দেবীর বিদায় যাত্রায় উপস্থিত হাজারো দর্শনার্থীর মধ্যে ছিল উৎসবের উচ্ছ্বাস ও ভক্তিভাবের অপূর্ব মেলবন্ধন। মুখ্যমন্ত্রী সহ অতিথিবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন—এই মহোৎসব রাজ্যের মানুষকে নব উদ্দীপনা ও ঐক্যের বার্তা এনে দেবে।
