হোজাগিরি পান্ডা উৎসবের শুভসূচনা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রিয়াং সংস্কৃতির উজ্জ্বল প্রদর্শন

আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৯ অক্টোবর || রাজ্যের অন্যতম জনজাতি জনগোষ্ঠী রিয়াং (ব্রু) সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও বীরত্বগাথা ত্রিপুরার সামাজিক বৈচিত্র্যকে চিরকাল সমৃদ্ধ করেছে। এই সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐক্য রক্ষায় রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
এই প্রেক্ষাপটে বুধবার শান্তিরবাজারের বগাফা বিদ্যালয় মাঠে Bru Socio-Cultural Organization-এর উদ্যোগে শুরু হয় দুই দিবসব্যাপী ‘হোজাগিরি পান্ডা (Hojagiri Panda) উৎসব’। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “রিয়াং সম্প্রদায় ত্রিপুরার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সংস্কৃতি ও পরম্পরা আমাদের রাজ্যের গর্ব।” তিনি আরও উল্লেখ করেন, রাজ্য সরকার এই জনজাতি জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও জীবিকানির্ভর উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও সেই উদ্যোগ অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজন ও বিপুল সংখ্যক রিয়াং সম্প্রদায়ের মানুষ। রঙিন পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো বগাফা বিদ্যালয় মাঠ। উৎসবের প্রথম দিনেই হোজাগিরি নৃত্য, ঐতিহ্যবাহী গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয় দর্শকরা।
উৎসব চলবে দুই দিনব্যাপী, যেখানে রিয়াং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জীবনধারা, হস্তশিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*