আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর || সিপাহীজলা জেলার প্রভাপুর, জম্পুইজলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুল (EMRS)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্মিত বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা, মাননীয় বিধায়ক শ্রী মানব দেববর্মা, দপ্তরের সচিব ড. কে. সাসিকুমার (IFS) সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
এই বিদ্যালয়টি ২৮.৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, রাজ্যে অনুমোদিত ২১টি ইএমআরএসের মধ্যে এটি দ্বাদশ স্কুল।
এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার জনজাতি শিক্ষার মানোন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।
জনজাতি সংস্কৃতির সংরক্ষণ ও শিক্ষার প্রসারের লক্ষ্যে একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুল প্রকল্পকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর দূরদর্শী নেতৃত্বে এই প্রকল্পে এসেছে অভূতপূর্ব গতি। আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ—রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের জনজাতি ভাই-বোনদের কাছে গুণগত ও আধুনিক শিক্ষা পৌঁছে দিতে।”
এই স্কুল চালু হওয়ার মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য মানসম্মত শিক্ষা ও সর্বাঙ্গীণ বিকাশের নতুন দ্বার উন্মোচিত হলো।
