বড়জলা স্কুলে ভয়ানক চুরি, উধাও সাইন্স ল্যাবের গুরুত্বপূর্ণ সরঞ্জাম

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর || দুর্গাপূজার ছুটির সুযোগে বড়জলা স্কুলে ঘটে গেল ভয়ানক চুরির ঘটনা। স্কুলের কম্পিউটারের সিপিইউ, ফুলের পাখা, ইলেকট্রিক তারসহ সাইন্স ল্যাবের একাধিক গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।
দীর্ঘ ছুটির পর বৃহস্পতিবার যখন স্কুল খুলে শিক্ষকরা প্রবেশ করেন, তখনই চোখে পড়ে চুরির এই ভয়াবহ দৃশ্য। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় রামনগর আউটপোস্টের পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রায় ৫ লক্ষ টাকার বেশি মূল্যমানের সামগ্রী চুরি হয়েছে। তবে কীভাবে এই চুরি সংঘটিত হলো, তা এখনো রহস্য।
উল্লেখযোগ্য যে, স্কুল ভবনের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল এবং শিক্ষা দপ্তর এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*