গোপাল সিং, খোয়াই, ০৯ অক্টোবর || আশা কর্মীদের বেতন-ভাতা ১৮০০০ টাকা করা, ফেসিলিটেটর দিদিদের বেতন ২৪০০০ টাকা করা, ইপিএফ ও পেনশন সহ ১০ দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার খোয়াইয়ে পথে নামলেন আশা কর্মীরা। ভারতীয় মজদুর সংঘের খোয়াই জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শেষে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসনের হাতে দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন আশা কর্মীরা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের খোয়াই জেলা নেতৃত্বরা, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের খোয়াই কমিটির সভাপতি অশোক দাস সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।
