সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ অক্টোবর || গন্ডাছড়ায় দূষিত পানীয়জল সরবরাহের প্রতিবাদে বৃহস্পতিবার রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় পানীয়জল দপ্তরে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দূষিত জল পাচ্ছেন। এদিন পাড়ার মহিলারা সঙ্ঘবদ্ধভাবে দপ্তরের কর্তব্যরত প্রকৌশলীর সঙ্গে দেখা করতে যান এবং দ্রুত পরিষ্কার জল সরবরাহের দাবি জানান।
কিন্তু অভিযোগ, প্রকৌশলী উল্টে মহিলাদের দেখে নেওয়ার হুমকি দেন। এতে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ মহিলারা দপ্তরের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেন এবং জানিয়ে দেন, পরিশ্রুত পানীয়জল সরবরাহ না হলে তালা খোলা হবে না।
ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় মহিলাদের দাবি, “যতদিন না পরিষ্কার জল পাই, ততদিন দপ্তরের তালা খোলা হবে না।”
এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
